২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: উদ্বোধনী অনুষ্ঠান
টাঙ্গাইলের মির্জাপুরে মান সম্মত শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করলো উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ। রোববার (২৬ ফেব্রুয়ারি) স্কুলটির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক জহিরুল ইসলাম শেলীর পরিচালনায় বক্তব্য রাখেন মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার আজাহারুল ইসলাম, মির্জা শামীমা আক্তার শিফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।
প্রধান অতিথি জসিম উদ্দিন হায়দার বলেন, অনেক চড়াই-উৎড়াই পার করে এই স্কুল করা হয়েছে তাই এটিকে সুন্দর ভাবে টিকিয়ে রাখতে সবার প্রতি আহবান জানান। এর আগে জেলা প্রশাসক স্কুলের নাম ফলক উদ্বোধন করে স্কুল আঙ্গিনায় বৃক্ষ রোপন করেন। অনুষ্টানে মিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।