১৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অ'প'রা'ধ পর্যালোচনা সভায় উপস্থিতি
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অ'প'রা'ধ পর্যালোচনা সভা যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) আগস্ট/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
সভায় বিগত মাসের গৃহীত কল্যাণমূলক সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে জমাকৃত আবেদনের ভিত্তিতে সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবং জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অ'প'রা'ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় মা'দ'ক উ'দ্ধা'র, গ্রে'ফ'তা'রি পরোয়ানা নিষ্পত্তি, মূলতবি মা'ম'লা, স্পর্শকাতর মা'ম'লা'র অগ্রগতি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। এবং পরে বিভিন্ন থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
জেলা পুলিশের পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) সাগর সরকার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার, শ্রেষ্ঠ এসআই ভালুকা মডেল থানার মোঃ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার নান্দাইল মডেল থানার মোঃ রেজাউল করিম, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার ত্রিশাল থানার এসআই, শেখ গোলাম মোস্তফা রুবেল, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার মোঃ তোয়াবুল ইসলাম খান এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার সদর ট্রাফিক জোনের টিএসআই মোঃ নুরুজ্জামান কে পুরষ্কৃত করা হয়
জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।