৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

নাগরপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

২০ অক্টোবর, ২০২২

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মাদ্রাসা সুপার মো.আনোয়ার হোসাইনের মুক্তির দাবিতে মানববন্ধন।

টাঙ্গাইলের নাগরপুরে শালীয়ারা আহমাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তি ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২০ অক্টোবর)  সকালে মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী শালীয়ারা আহমাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ, সহ-সুপার গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মো. মনোয়ার হোসেন, বিএসসি শিক্ষক মো. রফিকুল ইসলাম মো. কারী শিক্ষক আঃ কাদের, অভিববাক সদস্য মো. সামেস খান নিমাই, জামাল উদ্দিন মাতাবর, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রাশেদুল ইসলাম প্রমুখ। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, শালীয়ারা আহমাদীয়া বাজলুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনকে অহেতুক ভাবে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

অভিববাক সদস্য মো. সামেস খান নিমাই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করে বলেন, অবিলম্ববে মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইনের মুক্তি চাই।

অত্র মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান ও রাবিয়া আক্তার বলেন , আমাদের মাদ্রাসার সুপার না থাকায় শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে। অবিলম্বে আমাদের সুপারের মুক্তি চাই এবং ষড়যন্ত্রকারীদের
শাস্তি চাই।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049