০৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: আগত অতিথিগণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগ। শনিবার (৬/৯) দুপুরে নবীনগর কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) পিয়াস বসাক।
আরো বক্তব্য রাখেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহীনুর ইসলাম, এস আই আব্দুল মন্নাফ,রামকানাই দাস, এনএসআই প্রতিনিধি রূপন দাস, ডিএসবি এএসআই মোঃ:রিপনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সীতানাথ সূত্রধর, মানিক বিশ্বাস, রতন চন্দ, হিমাংশু সাহা, অঞ্জন নাগ, রাজন দাস, পার্থ পাল,মিঠু সূত্রধর পলাশ, শংকর দাস, সরস্বতী বর্মন, দুলাল দেব, সঞ্জীত পাল, সত্যজিৎ দেব, গোপাল বনিক, রঞ্জিত সূত্রধর, সুকুমার দাস, রাজকুমার দাস, কমল বনিক, শিপন দাস প্রমুখ।সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি পূর্ণ গঠন করা হয় এবং উপজেলায় ১২২টি দূর্গা পূজা মন্ডপের তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।
আনন্দ গণপরিবেশে ও নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও সনাতনীদের সর্বোচ্চ উৎসব দেবী মায়ের দুর্গা পূজা আরাধনা করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
Good news
Good