০৩ অগাস্ট, ২০২৫
ছবি: আগত অতিথি রা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নারায়ণপুর ফায়ার সার্ভিস মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে.এম. মামুনুর আর রশিদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর কৃষকদলের সদস্য মো. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জুরুসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের নেতাকর্মীরা।
Good news
Good