৩০ জানুয়ারী, ২০২৩
ছবি: কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত মেয়র মাহাবুব
পবিত্র ওমরা হজ্জ পালনের জন্য ১২দিনের সফরে সৌদি আরব গেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন পৌর মেয়র। অফিসের দৈনন্দিন নাগরিক সেবা নিশ্চিত করাসহ কার্যক্রম চালানোর জন্য বিদেশে মেয়র থাকাকালীন গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয় ভারপ্রাপ্ত প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরীকে।
এদিকে ১২দিনের বিদেশ সফর সুন্দরভাবে শেষ করে সুস্থ শরীরে দেশে ফিরতে জেলা এবং পৌরবাসীর দোয়া কামনা করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এর আগে দুপুরে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করেন পৌর মেয়র। এসময় পৌরসভার প্যানেল মেয়রগণ, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীসহ দলীয় নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বিদায় জানান।
ধন্যবাদ 🌸💚
Good news