০৯ এপ্রিল, ২০২৩
ছবি: রাতের আধারে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 'বারপাখিয়া' গ্রামে ৯ই এপ্রিল বিকেল ৩টার সময় এ্যাকশন টু আন্ডার প্রিভিলেজড রিহ্যাবেলেটেশন ইনেশেটেভ (অরি) এর পক্ষ থেকে অরি'র সাধারণ সম্পাদক শাহেলা পারভীন পূর্ণী তিনশত এর অধিক অসহায় গরীবদের মাঝে ইফতারসামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু (বি.এস.সি), দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক- মোঃ মনিরুজ্জামান খান মনির, সৈয়দ এনায়েত আলী হাফিজিয়া দারছিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক- মোঃ জাহাঙ্গীর হোসেন,
দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক-এইচ এম জিহাদ, 'বারপাখিয়া স্মৃতি সংঘ' সংস্থার সভাপতি- মোঃ শামীম মিয়া, অরি'র সাধারণ সদস্য-মোঃ জবিরুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মিয়া, বিশিষ্ট্য ব্যবসায়ী- মোঃ আবুল কালাম আজাদ সহ স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ।
এসময় অরি'র সাধারণ সম্পাদক শাহেলা পারভীন পূর্ণী বলেন, আমরা অরি'র পক্ষ থেকে প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় গরীবদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার দিয়ে থাকি, সেই ধারা অনুযায়ী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া গ্রামে, টাঙ্গাইলের মধুপুর উপজেলায়, সিরাজগঞ্জে, চাঁদপুরে ও ঢাকায় প্রায় একহাজার অসহায় গরীবদের মাঝে ইফতার সামগ্রীসহ ঈদ উপহার হিসেবে শাড়ী, পাঞ্জাবি, লুঙ্গি ও ছোট বাচ্চাদের জামা-কাপড়সহ নগদ অর্থ দিয়েছি।
সেই সাথে প্রায় পাঁচশত রোজাদারদের ইফতারের ব্যবস্থা করেছি। আর আমরা এবারের কার্যক্রম ভিন্ন ধারায় পরিচালনা করেছি। যেমন- আমরা বেশিরভাগ ইফতার সামগ্রী ও ঈদ উপহার রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। আর আমাদের এই কার্যক্রম দেশ ব্যাপী পুরো রমজান মাস পর্যন্ত চলমান থাকবে।
তিনি দেশের বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, বিত্তবানরা যদি যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে অসহায় ও দুস্থ্য মানুষেরা কিছুটা হলেও উপক্রিত হবে। আর সেই স্বার্থে দেশের বিত্তবানদের অসহায় ও দুস্থ্য গরীব মানুষদের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানান।