৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

০৪ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: আনন্দিত আর্জেন্টিনা

নকআউট পর্বে আজ অস্টেলিয়া বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। 

অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে প্রথমে মেসি ও ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজ এগিয়ে দেন আলবিসেস্তেদের। এরপর ৭৭ মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে একদফা ব্যবধান কমালেও আর ম্যাচে ফেরা হয়নি সকারুজদের। 

লিওনেল মেসির জন্য এ ম্যাচ ছিলো একটি মাইলফলক স্পর্শ করার দিন।। খেলোয়াড় হিসেবে নিজের ১০০০ তম এবং আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচ খেলতে নামেন তিনি। 

প্রথমার্ধের শুরু থেকেই বেশিরভাগ বল নিজেদের দখলেই রেখেই আক্রমণে যাচ্ছিলো আলবিসেলেস্তেরা। কিন্তু অস্টেলিয়ার শক্তিশালী রক্ষণ ভাঙতে পারেনি। প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করে হয় ৩৫ মিনিট পর্যন্ত। প্রথমার্ধে অস্ট্রেলিয়া ভালো কিছু সুযোগ তৈরি করতে পারলেও গোল করতে পারেনি তারা। তাই ১-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যেতে হয় অস্ট্রেলিয়াকে। 

তবে, আর্জেন্টিনা ম্যাচে নিজেদের উপস্থিতির জানান দেয় ম্যাচের ৩৫ মিনিটে। বল পায়ে অস্ট্রেলিয়ার ডি বক্সে ঢুকেই প্রথমে ম্যাক অ্যালিস্টারকে বল দেন মেসি। সেখানে তার সামনে ছিলেন সাউটার এবং রায়ান। ডি পল আবারও বল এগিয়ে দেন মেসিকে, সেখান থেকেই দৃষ্টিনন্দন এক শটে বল জালে জড়ান মেসি। 

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধার আরও বাড়িয়ে তুলে আর্জেন্টিনা। তবে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেয় অস্ট্রেলিয়ার রক্ষণ। শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার রক্ষণের ভুলে ৫৭ মিনিটে অস্ট্রেলিয়ার জালে দ্বিতীয় বার বল পাঠান জুলিয়ান আলভারেজ। তার গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলে। 

পিছিয়ে পড়ে আবার নতুন করে শুরু করে অস্ট্রেলিয়া। ৭৭ মিনিটে গোল ব্যবধান কমান ক্রেইগ গুডউইন। গোলের সামনে তার নেয়া জোরালো শট এনজো ফার্নান্দেসের গায়ে ডিফ্লেক্টেড হলে গোল পায় সকারুজরা। এর তিন মিনিটের মাথায় আরও একবার আর্জেন্টিনার গোলমুখে আক্রমণ চালায় অস্ট্রেলিয়া। ৮১ মিনিটে বল নিয়ে এগোচ্ছিলেন আজিজ বেহিস। কিন্তু, তার শট প্রতিহত করেন লিসান্দ্রো মার্টিনেজ। 

গোল ব্যবধান আরও বাড়ানোর সুযোগ আলবিসেলেস্তেরা পেয়েছিলো। কিন্তু, স্কোরার আলভারেজের বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ অন্তত তিনটি সুযোগ মিস করায় আর গোল ব্যবধান বাড়ানো হয়নি স্কলারি শিষ্যদের। 

অতিরিক্ত সময়েও সকারুজদের বেশ কঠিন পরীক্ষা নিয়েছেন মেসি-ডি পলরা। ৯৩ ও ৯৪ মিনিটে বেশ কয়েকবার গোলমুখে শট নিলেও বল আর জালে জড়ায়নি। ফলে, ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেলো আর্জেন্টিনা। আর অস্ট্রেলিয়ার কাতার বিশ্বকাপ মিশন শেষ হলো এখানেই। 

কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ কঠিন নেদারল্যান্ডস। তারা যুক্তরাষ্ট্রের সাথে জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।
কোয়ার্টারে আর্জেন্টিনার ভালো পরিক্ষা নেবে তারা। ডিফেন্স মিড আক্রমণ সবমিলিয়ে শক্তিশালী দল গড়েছে তারা। তাদের সামনে সুযোগ থাকছে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার।  এ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ২০১০ বিশ্বকাপে রানার্স আপ হওয়া দলটি।

Related Article