৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

প্রধানমন্ত্রীর দেয়া ‘ট্যাব’ উপহার পেল মির্জাপুরের ২৯৪ মেধাবী শিক্ষার্থী

২৩ মার্চ, ২০২৩

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: ট্যাব বিতরণ করছেন খান আহমেদ শুভ এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘ট্যাব’ পেল মির্জাপুর উপজেলার ২৯৪ জন মেধাবী শিক্ষার্থী। 

২৩ মার্চ বৃহস্পতিবার  বেলা ১১টায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ট্যাব বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ট্যাব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ। 

আরো বক্তব্য রাখেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা , আজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, খোরশেদ আলমসহ অন্যান্যরা। 

প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উপহার হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার ৪৯টি বিদ্যালয়ের ৯ম ও ১০ম বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার প্রথম মোট ২৯৪ জন মেধাবী শিক্ষার্থীদের এই ট্যাব দেয়া হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049