৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল / খেলাধুলা

প্রথম দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করলো নেদারল্যান্ডস

০৪ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: নেদারল্যান্ডসের বিজয় উল্লাস

রাশিয়া বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে পারেনি ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় স্থান থেকে শেষ করা ফুটবল ঐতিহ্যের দেশ নেদারল্যান্ডস। তবে, চার বছরের ব্যবধানে ঘুরে দাঁড়াতে ভুল করেনি ক্রুইফ, গুলিদ, বাস্তেনদের উত্তরসূরিরা। লুই ভান গালের অধীনে ভ্যান ডাইক, ফ্রাঙ্কিরা উঠে গেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সাথে ডাচদের ব্যবধান এখন ৩টি ম্যাচ। 

কাতারের খলিফা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে  কোয়ার্টার ফাইনালে  নেদারল্যান্ডস। 

১০ মিনিটে দলকে মহাগুরুত্বপূর্ণ লিড এনে দেন মেমফিস ডিপাই। ডেনজল ডামফ্রাইসের ক্রস বক্সে ফাঁকায় পেয়ে যান বার্সেলোনার এই ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় ওয়ান টাচের প্লেসিং শটে বল জালে জড়িয়ে স্কোর লাইন ১-০ করেন তিনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও বাম প্রান্ত থেকে ডি বক্সে ক্রস বাড়ান ডামফ্রাইস। এবার ডেলি ব্লিন্ডের প্লেসিং শট জড়ায় যুক্তরাষ্ট্রের জালে। দুই গোলের অগ্রগামিতা নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
বিরতির পর যুক্তরাষ্ট্রের এক গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ইংল্যান্ডকে রুখে দেওয়া যুক্তরাষ্ট্র যেন আজ মলিন।
আর ৮১ মিনিটে পরিকল্পিত আক্রমণে স্কোরলাইন ৩-১ করে  নেদারল্যান্ড । ব্লিন্ডের ক্রস থেকে ডি বক্সের ডানপ্রান্তে ফাঁকায় বল পেয়ে জালে বল জড়াতে ভুল করেননি ডামফ্রাইস। 

লিড ধরে রেখে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখলো লুই ভন গালের নেদারল্যান্ডস।


২০১৮ বিশ্বকাপে নিজেদের ব্যর্থতা ছাপিয়ে কাতারে তারা ফিরেছে সিংহের মতো। তারা এখন শিরোপার অন্যতম দাবিদার। 
কোয়ার্টারে তাদের টপকাতে হবে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা আরেক দল আর্জেন্টিনার বাঁধা। তারপর তাদের ব্রাজিলের সাথে সেমিতে দিতে হবে কঠিন পরিক্ষা। ফাইনালে তাদের সামনে আসতে পারে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলো।এদের হারাতে পারলেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবে ২০১০ বিশ্বকাপে রানার্স আপ হওয়া দলটি।
 

Related Article