০৪ নভেম্বর, ২০২৩
ছবি: মডেল সঞ্চয় ও ঋণদান সমবায় ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রিয়েল সেভিংস এন্ড ক্রেডিট কো আপারেটিভ সোসাইটি লি: পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান মো: মুঞ্জুরুল ইসলাম রিপন
'সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। দিবসটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন ছান্নু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম ।
উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা-তুজ্-জোহরার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মূস্তারী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মডেল সঞ্চয় ও ঋণদান সমবায় ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রিয়েল সেভিংস এন্ড ক্রেডিট কো আপারেটিভ সোসাইটি লি: পক্ষে পুরস্কার গ্রহণ করেন চেয়ারম্যান মো: মুঞ্জুরুল ইসলাম রিপন।
Good news
Good