২৫ নভেম্বর, ২০২২
ছবি: রিচার্লিসনের বাইসাইকেল কিক
রাতের কাতারে লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম দল ব্রাজিল আছে জি গ্রুপে।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হারার পর ১৫ ম্যাচ অপরাজিত ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলের সুবাদে এদিন ২-০ গোলের ব্যবধানে সার্বদের হারিয়েছে সেলেসাওরা।
ম্যাচের শুরু থেকেই সার্বিয়াকে ব্রাজিল তাদের সাম্বা ফুটবল খেলে চাপে রাখে। একের পর এক আক্রমণে তারা দিশেহারা করপ রাখে সার্বিয়ার রক্ষণভাগকে।এ সময় বল দখলের লড়াইয়ে বেশ এগিয়েই ছিল ব্রাজিল। ২৬ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের পরীক্ষা নেয়ার প্রথম সুযোগটি পায় সার্বিয়া। কিন্তু, অ্যালিসন বেকার কোনো সুযোগই দেননি প্রতিপক্ষকে।
আর এর কিছুক্ষণের মধ্যেই ২৭ মিনিটের সময় সামান্যের জন্য নিশ্চিত গোলের সুযোগ মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। ৩৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ মিস করেন রাফিনহা। তার সামনে ছিলেন শুধুমাত্র সার্ব গোলকিপার মিলিংকোভিচ সাভিচ। রাফিনহার দুর্বল শট ঠেকিয়ে দিতে মোটেও বেগ পেতে হয়নি তাকে।
ম্যাচের ৪০ মিনিটের সময় আরও একটি নিশ্চিত সুযোগ মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু, কোনোদলই গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় 0-0 ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ মিস করেন রাফিনহা। ৫০ মিনিটে ফ্রি কিক নেন নেইমার। কিন্তু, সেই ফ্রি কিক ঠেকাতে মোটেও বেগ পেতে হয়নি সার্ব ডিফেন্ডারদের। ৬০ মিনিটে অ্যালেক্স সান্দ্রো জোরালো শট গিয়ে লাগে সার্বিয়ার গোল পোস্টে।
৬১ মিনিটে সার্বিয়ার গোল পোস্ট অভিমুখে শট নেন ভিনিসিয়াস। শটটি তিনি মিস করায় বল পান রিচার্লিসন। নিশ্চিত গোল মিস করেননি তিনি। ফলে ১-০ তে এগিয়ে যায় ব্রাজিল। এরপর, ৭৩ মিনিটে চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে ব্রাজিলকে দ্বিতীয় গোলটি এনে দেন রিচার্লিসন।
৭০ মিনিটে কর্নার থেকে সার্বিয়ার সামনে সুযোগ ছিলো ম্যাচে সমতা ফেরানোর। কিন্তু ব্রাজিলের রক্ষণের সামনে তা আর ধোপে টেকে নি।
ব্রাজিলের রক্ষণ ভেদে করে কোন শর্ট অন টার্গেট করতে পারেনি সার্বিয়া। তাই তাদের গোন শূন্য থেকেই শান্ত থাকতে হয়।ব্রাজিলের রক্ষণভাগ যে বিশ্বসেরা তা আবারও প্রমাণ করে দিল তিতের শিষ্য সিলভা ক্যাসমিরোরা।
ব্রাজিল তাদের সাম্বার নান্দনিক ফুটবলের মাধ্যমে শুধু আজ ২-০ গোলের জয় পায়নি শুধু জয় করেছে খেলা দেখতে আসা দর্শক ও ধারাভাষ্যকাররদের।
ফুটবলে সহস্র রাত কমেন্টারি করা পিটার ডাউরির মতো লেজেন্ড রাতের কাতারে হলদে ঝলক দেখে বললেন, "আমি এটা কি সত্যি দেখলাম?" Did i just see that?
আহ ব্রাজিল! আহ নন্দন! আহ ৯ নম্বর জার্সি! আহ রোনালদো নাজ্জারিও! আহ রিচার্লিসন!
এভাবেই ব্রাজিলের ফুটবল দলের নান্দনিকতার প্রশংসা করে।
সবকিছু ছাপিয়ে সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের ২-০ গোলের জয় ব্রাজিল দলকে বিশ্বকাপে স্বস্তি এনে দিয়েছে।