১০ অগাস্ট, ২০২৫
ছবি: মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া এবং তোফাজ্জল হোসেন তুহিন। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাংবাদিক ডা. এম. এ. মান্নান, সাংবাদিক এলিচ, সাংবাদিক কায়কোবাদ, সাংবাদিক তারিকুল ইসলামসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধুমাত্র একজন সাংবাদিক নয়—সারাদেশের গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও একটি ভয়াবহ সংকেত।
তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বড় হুমকি বলেও মন্তব্য করেন বক্তারা।
Good news
Good