৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

শিষ্যদের নিয়ে গর্বিত লিওনেল স্কেলোনি

১৯ ডিসেম্বর, ২০২২

মোঃ শিবলী সাদিক,
বিশেষ প্রতিনিধি (ক্রীড়া)

ছবি: আর্জেন্টাইন কোচ স্কালোনি।

আর্জেন্টিনাকে তৃতীয়বার শিরোপা স্বাদ এনে দেওয়ার পেছনের নায়ক ছিলেন কোচ লিওনেল স্কেলোনি। গত আট বিশ্বকাপে যা কোন আর্জেন্টিনা বস যেটি করতে পারেননি, তা তিনি করে দেখিয়েছেন।

দলের দায়িত্ব নেওয়ার সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দলকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা। আর এবার তার সফল পরিকল্পনায় এল বিশ্বকাপ। তবে দলকে সাফল্য এনে দেওয়ার পেছনে বড় ভুমিকা রাখার পরেও প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে তিনি ছিলেন বিনয়ী।শিরোপা জয়ের সব কৃতিত্ব দিলের দলের খেলোয়াড়দের। সাথে জানালেন ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করা লিওনেল মেসি, ডি মারিয়াদের নিয়ে নিজের মুগ্ধতার কথা।

ম্যাচ পরবর্তী এক প্রতিক্রিয়ায় স্কেলোনি জানান, আমি আজকে দলের খেলায় মুগ্ধ। অন্যান্য দিনের তুলনায় আমি কম রোমাঞ্চিত, আজ আমি মুক্ত। এই দলটি আমাকে কেবল গর্বিতই করেছে। এটা তাদের দিন।

দলের ঘুরে দাঁড়ানোটাই মুগ্ধ করেছে স্কালোনিকে, ‘পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম। কিন্তু এই দল কঠিন সময়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দুর্দান্ত।’

Related Article