৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন / বিশেষ সংবাদ

শুক্রবার আগুনের গোলা পড়বে কি হাদিসে কি আছে?

০৭ এপ্রিল, ২০২৩

মোঃরবিউল ইসলাম দুখু,
হাকিমপুর উপজেলা (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: হাদিস হইতে প্রতীকি ছবি দিন

এই মর্মে ইবনে মাসউদ রা. থেকে একটি হাদিস বর্ণিত আছে। এতে কিয়ামতের আগের বেশ কিছু আলামত বলা হয়েছে। এর মধ্যে একটি হলো 15 রমজান শুক্রবার হবে। এতে বিকট আওয়াজ হবে। ইত্যাদি। (তবে প্রথম রমজান শুক্রবার হওয়ার বিষয়টি উল্লেখ নেই।) 
ইবনুল জাওযী হাদিসটিকে জাল বলেছেন। ইমাম সুয়ূতী মাওজুওয়াতের মধ্যে এনেছেন। 
 

তদুপরি অতীতে অনেক রমজান এমন গেছে যেখানে 15 রমজান শুক্রবার হয়। আগামি ১৫ রমজান শুক্রবার আকাশ থেকে বিকট আওয়াজে ৭০ হাজার মানুষ বধির হয়ে যাবে বলে যেই হাদিস টি প্রচার করা হচ্ছে সেই হাদিসটি জাল হাদিস।

আল্লাহ তায়ালা আমাদের কে হেফাজত করুন।

সুতরাং দলিলযোগ্য নয় এমন আছারের বর্ণনা করাটা সমীচীন নয় কোনো বিষয় হাদিস, কোরআনে না থাকলে তা বিশ্বাস করা যাবেনা, করলে তা শিরক হবে।

সব কিছুই আল্লাহ ইচ্ছা
আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন 

       - আমিন।

Related Article