০২ অক্টোবর, ২০২২
ছবি: টাঙ্গাইল জেলা শট কোর্স ঐক্য পরিষদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
“আমরা কারিগরি বোর্ডের সঙ্গে আছি এবং থাকতে চাই” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল জেলা শট কোর্স ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা বিক্ষোভ মিছিল ও প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে। স্ব-উদ্যোগে ও স্ব- অর্থায়নে প্রতিষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ও পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স ৩৬০ ঘন্টা বা ৩/৬ মাস মেয়াদি কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি বোর্ডেই চলমান রাখাই টাঙ্গাইল শট কোর্স এক্য পরিষদের দাবী তাদের ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিরুল ইসলামের নিকট স্মারকলিপি জমা দেন তারা।
আজ বেলা ১২ টার দিকে এ বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার শট কোর্স ঐক্য পরিষদের সদস্য মোঃ শওকত আলী, মোঃ শহিদুজ্জামান বুলবুল, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মোজাম্মেল হক, গোলাম মওলা সবুজ, মোঃ সালাহ উদ্দিন ইমন, মোঃ নজরুল ইসলাম, রমেন্দ্র কর্মকার, পলাশ মাহমুদ তালহা, মোছাঃ ফাহিমা মামুন, এস এম সফিউদ্দিন, উজ্জল দত্ত, মোঃ রাশেদ সরকার, মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ রাজ্জাক, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ আবু জাফর প্রমুখ।