৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

০৫ অক্টোবর, ২০২২

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘The transformation of education begins with teachers.’


অর্থাৎ’শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু।২০২২ শিক্ষাবর্ষে বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

বুধবার(৫ অক্টোবর) সকালে নাগরপুরের কর্মরত কলেজ,স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের যৌথ উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন,আব্দুল রশিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.আব্দুল আওয়াল মিলন,বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান।

র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন নাগরপুর মহিলা কলেজর অধ্যক্ষ মো.আনিসুর রহমান,নাগরপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম,মাধ্যমিক শিক্ষক সমিতি নাগরপুরের সাধারন সম্পাদক মো.শহিদুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক আব্দুল রউফ,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান,সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ এর ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো.শহিদুল রহমান,কাশাদহ দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মো.রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা বলেন-শিক্ষিত ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরীসিম। সকল পরিবর্তনের প্রধান নিয়ামক হচ্ছে শিক্ষা ও শিক্ষক। তাই শিক্ষকদের অবহেলা করে কোন উন্নয়ন সম্ভব নয়।শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানান।এছাড়াও অন্যান্য দিবসের ন্যায় বিশ্ব শিক্ষক দিবসকে সরকারীভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

উল্লেখ্য,১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049