০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টিয়ারা কুতুবিয়া দরবার শরীফের ৫৪তম ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল অনুষ্ঠিত

০৬ Jul, ২০২৫

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: বিশ্বের মুসলিম জাহান উম্মার জন্য দোয়া

ব্রাহ্মণবাড়িয়ার মাছিহাতা দরবার শরীফের আ'লা হযরত শাহ সুফি কুতুবুর রহমান (রহ:) এর নির্দেশক্রমে প্রতিষ্ঠিত পবিত্র আশুরা উদযাপন ও আহলে বায়তে রাসুল (সাঃ) এর স্মরণে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা কুতুবিয়া দরবার শরীফের ৫৪ তম ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল ৯ই মহরম (৫ই জুলাই) শনিবার টিয়ারা মহেশরোড সংলগ্নে কুতুবিয়া দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শোকাবহ আশুরার দিনে মহানবী হয়রত মোহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সহ কারবালার শহিদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা। 

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের জীবনদান অনন্তকাল অনবদ্ধ দৃষ্টান্ত হয়ে থাকবে।মাছিহাতা দরবার শরীফের পীর সাহেব শাহ সুফি ফখরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন কুতুবিয়া দরবার শরীফ ও মাছিহাতা দরবার শরীফের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ ইলিয়াস। শুভ আগমন করেন  সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ(৭তম গদ্দিনািশন ঢাকা আজিমপুর ছোট দায়রা শরীফ)।

আলোচনা পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহেদী (ঢাকা,মোহাম্মদপুর ক্বাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসাার সাবেক পিন্সিপাল), হযরত মাওলানা মোশারফ হোসাইন হেলালী (ঢাকা আজিমপুর বাইতুল করিম জামে মসজিদের খতিব), হাফেজ মাওলানা আবু হানিফ আনোয়ারী (ঢাকা আশকোনা বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব) সহ আরো বহু ওলামে কেরাম উক্ত মোবারক মাহফিলে তাশরীফ আনেন।

দরবার শরীফেের ভক্তবৃন্দের পক্ষে অধ্যক্ষ এনামুল হক কুতুবী। মাগরিব বাদ মাজার জিয়ারত, তালিম ও খতম পাঠ, বাদ এশার ওয়াজ মাহফিল, বাদ ফজর মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে হাজার হাজার ভক্তবৃনদের উপস্থিতিতে শাহাদাতের কারবালার মাহফিলের সমাপ্তি করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good