২৬ Jul, ২০২৫
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ অপুর গণসংযোগ ও তারুণ্যের প্রতীক তারেক জিয়ার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবীর লিফলেট বিতরণের দৃশ্য।
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট,গোমস্তাপুর ও নাচোল) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ড. এস. এ. অপু শনিবার (২৬ জুলাই ২০২৫) দিনব্যাপি ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
তিনি ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছীহাট, মান্নুমোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীর লিফলেট বিতরণ করেন। এছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়, ভোলাহাট আম ফাউন্ডেশন, গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুর বাজার, বৃহত্তর বজরাটেক, সদর ইউনিয়নের ফুটানীবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
ড. এস. এ অপু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে তিনি উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় জনগণকে জানান।
গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা যুবদল শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ খিজির হায়াত মোল্লা, জামবাড়ীয়া ইউনিয়ন যুবদল সেক্রেটারী মোঃ শামীম রেজা, জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর সেক্রেটারী এ. এইচ. এম. এম জামাল ( বাচ্চু), ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী, উপজেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ডুডুসহ স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।