২৩ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে রেশমচাষী বসনীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

২২ অগাস্ট, ২০২৫

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে রেশমচাষীদের নিয়ে উঠান বৈঠকে উপস্থিত প্রধান অতিথি ও স্থানীয় রেশমচাষী-রেশম বসনী সমিতির সদস্যগণ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জোনালরেশম সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রেশমচাষী বসনী সমিতির সদস্যদের নিয়ে উঠান বৈঠক রেশমচাষীদের সভাপতির বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সকল রেশম আবাদীদের নিয়ে শুক্রবার (২২আগষ্ট ২০২৫) বিকেল ৩টার দিকে উপজেলার চরধরমপুর গ্রামে রেশম চাষি সমিরুদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মোঃ  তরিকুল ইসলাম। এ সময় গোমস্তাপুরের সাংবাদিক মোঃ আব্দুল্লাহ্ নাহিদ, ভোলাহাট রেশম চাষি ও বসনী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকাম উদ্দিন শেখ, ভোলাহাট রেশম বোর্ডের কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তরিকুল ইসলাম বলেন, রেশম চাষে কোন প্রকার অবহেলা করা যাবে না। রেশম চাষ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটিয়ে পরিবারের সদস্যদের শান্তি ফিরিয়ে আনতে সহায়তা করবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good