০৫ অক্টোবর, ২০২২
ছবি: ভোলাহাটে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনের চিত্রে-ইউএনও উম্মে তাবাসসুম। পাশে রয়েছেন, (মাঝে) ওসি মাহবুবুর রহমান ও (ডানে) জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান পানি মিয়া।
ভোলাহাটে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়েছে। ভোলাহাট উপজেলার সর্বমোট ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৩টি ইউনিয়নে আলাদাভাবে পূজা মন্ডপের আয়োজন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন জায়গায় দুর্ঘটনা ঘটেনি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় এবারের দুর্গাপূজায় শান্তিপুর্ণ পরিবেশে পালনে ছিলো প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা, পুলিশ, আনসার ও ভিডিপি এবং গ্রাম-পুলিশের সুব্যবস্থা। পুজা চলাকালীন বিভিন্ন সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সার্বিক সময়েই পরিদর্শন করেছেন, যেনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও পুজা মন্ডপের খোঁজ-খবর রাখেন।
ধন্যবাদ 🌸💚
Good news