১৭ Jul, ২০২৫
ছবি: ছবিক্যাপশনঃ ১৯ জুলাই ২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণের কয়েকটি দৃশ্য।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় (১৭ জুলাই ২০২৫) একটি বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সমাবেশ আগামী ১৯ জুলাই ২০২৫ ঢাকা সোহরাওয়ার্দী উদ্দ্যানে সফলভাবে পালনের জন্য এ আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোলাহাট।
জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা শাখা আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাসের নেতৃত্বে জামায়াতের অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীগণ একটি বর্ণাঢ্য রেলী নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা চৌরাস্তারমোড়ে পথসভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ গোলাপ কবির, বায়তুলমাল সম্পাদক ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওলানা মোঃ আলী হায়দারসহ অন্যান্য নেতাকর্মীগণ।
পথসভায় বক্তারা গোপালপুরে ছাত্রলীগের বর্বরতার করে এ হামলায় জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের উপর নির্সংশভাবে হামলার তীব্র প্রতিবাদ এবং সঠিক বিচার করার বজ্র কণ্ঠে আওয়াজে উল্লেখ করেন।
পথসভা শেষে উপস্থিত জামায়াতের আমীর-সেক্রটারী ও অন্যান্য সদস্যগণ সরকারের কাছে বজ্রকণ্ঠে বিভিন্ন নিশ্চিতকরণের ৭টি দাবীর লিফলেট সন্ন্যাসীতলা মোড়ের বিভিন্ন দোকান মালিকদের মাঝে বিতরন করেন।