২৮ Jul, ২০২৫
ছবি: গণ সংযোগ করছেন মাওলানা হুমায়ুন কবির
গোপালপুরে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের গণসংযোগ
মোস্তাফিজুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির ২৮ জুলাই, সোমবার গোপালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বাজারে গণসংযোগ করেন। এছাড়াও তিনি পৌরসভার বিভিন্ন মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল আসনে প্রার্থী ঘোষণা করে অনেকটাই এগিয়ে রয়েছে। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং ২০১ গম্বুজ মসজিদের পরিচালক মাওলানা হুমায়ুন কবির নির্বাচন করবেন।
প্রচারণা ও জনপ্রিয়তার দিক দিয়ে মাওলানা হুমায়ুন কবির সবার শীর্ষে অবস্থান করছেন।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলার সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, পৌরসভার সেক্রেটারি আব্দুল আলিমসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।