০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ভক্ত অনুরক্ত দের উপস্থিতিতে শাহ আরফিনের ওরশ মোবারক সম্পন্ন

১৪ ফেব্রুয়ারী, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভক্ত অনুরক্ত দের উপস্থিতিতে শাহ আরফিনের ওরশ মোবারক সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকের সীমান্ত এলাকার পাহাড় ঘেসে ইসলাম পুর ইউনিয়নের হাদাটিলায় কতিথ আছে আরফিন শাহ আস্তানা করেছিলেন। এ আস্তানাকে ঘিরে প্রতি বছর তার ভক্ত অনুরক্ত গণ বার্ষিক ওরশ পালন করে থাকেন। এর অংশ হিসেবে বুধবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় ওরশ। 

এখানে আরফিন শাহ, সূফী তদবির শাহ,ইয়াছিন শাহ এর স্মরণে স্থানীয় লোকজন এ আয়োজন করে থাকেন। 

মাজারের খাদেম আলাল শাহ এর পরিচালনায় অনুষ্ঠিত ওরশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রজাক আলী, বীর মুক্তিযোদ্ধা আরজদ আলী, হুয়াক উল্লাহ, তেরামিয়া,নোয়াব আলী, রহিম আলী,শফিক মিয়া,শুকুর আলী, আমির আলী, কুদ্দুস আলী, নবর আলী,মনা উল্লাহ, হেকিম উল্লাহ, সাদ্দাম হোসেন, মখলিছ আলী, শাহনূর আলী, কাওসার আহমদ, ফরিদ মিয়া,লালু মিয়া,জয়নাল মিয়া প্রমূখ।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good