০৬ অক্টোবর, ২০২৫
ছবি: চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবীতে মানববন্ধন
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন
উপশিরোনাম:
প্রতিদিনের দুর্ঘটনা আর যানজট থেকে মুক্তি চায় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারবাসী
প্রতিবেদন:
চট্টগ্রাম:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে আজ (সোমবার) সকালে চট্টগ্রামের সাতকানিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় জনসাধারণ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এখন মৃত্যুর মহাসড়কে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। অথচ এ সড়কটি দেশের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক রুট।”
বক্তারা আরও বলেন, “কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর, পর্যটন কেন্দ্র, রোহিঙ্গা শিবির এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অথচ এ সড়কটি এখনো দুই লেনের মধ্যে সীমাবদ্ধ। এতে যানজট, দুর্ঘটনা ও সময় অপচয় বেড়েই চলছে।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি মহাসড়কের পাশে দুর্ঘটনাপ্রবণ স্থানে গার্ডরেল স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নেরও দাবি জানান।
মানববন্ধনে অংশ নেন সাতকানিয়া পৌরসভার মেয়র, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপসংহার:
বক্তারা বলেন, “আমরা আর লাশের সড়ক চাই না। উন্নয়নের বাংলাদেশে নিরাপদ ও দ্রুতগামী সড়ক নেটওয়ার্ক গড়তে হলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেন করাই এখন সময়ের দাবি।”
Good news
Good