৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৯ মার্চ, ২০২৩

কামরুল আরেফিন,
ফেনী জেলা (ফেনী) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি।

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ (বৃহস্পতিবার) ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তারের সভাপতিত্বে ও স্কুলের সহকারি শিক্ষক জোৎস্নারা বেগম, তাহমিনা ইয়ামিন, নবম শ্রেণীর শিক্ষার্থী 
নাদিরা আঞ্জুম ও দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা ইশরাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ- উল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ফেনী'র উপ পরিচালক গোলাম মো. বাতেন, ফেনী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  ফাহমিদা হক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিয়া কামরুল ও জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস।


সকাল ১০ টার দিকে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, ছড়া, গান, নৃত্য, যেমন খুশি তেমন সাজ ও দৌড় খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ী ৪৬০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের জন্য আজকের দিনটা বিশেষ দিন, এই রকম দিন জীবনে বার বার আসেনা। আমার নিজের ছোট বেলার কিছু স্মৃতি মনে আছে ডিসি-ইউএনও স্যারদের দেখে অনুপ্রাণিত হতাম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু তার মেয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠিতে লিখেছিলেন, মা তুমি তোমার জীবনে যাই কিছু করনা কেন তবে এমন কিছু কখনো করবেনা; যা অন্যের কাছ থেকে গোপন করতে হয়। আশা করি তোমরা জীবনে এমন কিছু করবে না যা অন্যকে বলতে লজ্জা পাও। যদি এটা  
করতে পারো তাহলে তোমরা কখনো কক্ষপথ থেকে বিচ্যুত হবেনা। সময় মহামূল্যবান। যদি  খাওয়ার সময় খাওয়া, শোয়ার সময় শোয়া, পড়ার সময় পড়া আর খেলাধুলার সময় খেলাধুলা করো, তবে তুমি  প্রতিষ্ঠিত হতে পারবে।

গত ২০২২ সালের পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অত্র স্কুলের ৬৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করার কারণে শিক্ষকদের ধন্যবাদ জানান।


অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তারের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049