৩০ Jul, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুররে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম।
মির্জাপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
টাঙ্গাইলের মির্জাপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মামুন, মো. সহিনুর রহমান খান, সেলিম আল মামুন এবং কমলা সরকার।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী স্কাউট সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।