০২ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা

মির্জাপুরে জুলাই গণ অভ্যুত্থানে স্কাউটদের অবদান শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৩০ Jul, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুররে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম।

মির্জাপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মামুন, মো. সহিনুর রহমান খান, সেলিম আল মামুন এবং কমলা সরকার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্কাউটদের অবদান’ শীর্ষক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী স্কাউট সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাস সচেতন করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049