০২ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

কক্সবাজার এক্সপ্রেস কেড়ে নিল পাঁচটি তাজা প্রাণ

০২ অগাস্ট, ২০২৫

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: কক্সবাজার ট্রেনে দুর্ঘটনার কিছু খন্ড চিত্র

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান।

ওসি তৈয়বুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন—চালক হাবিব উল্লাহ (৫০), অটোরিকশার যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), রেনু আরার দুই ছেলে—আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (১.৫)।

রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, রেলক্রসিং পেরিয়ে রেললাইনের ওপর অটোরিকশাটি উঠে পড়লে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয় এবং সামনে টেনে নিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে যাত্রীদের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন।

তিনি আরও বলেন, ট্রেনের সামনের অংশে আটকানো অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে মরদেহগুলো বিভিন্ন স্থানে ছিটকে পড়ে এবং বিকৃত হয়ে যায়।

রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আখতার হোসেন জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি গন্তব্যের পথে চলে গেলেও, রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিক্ষুব্ধ স্থানীয়দের বাধার মুখে আটকে পড়ে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good