০৫ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক।
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাগের সভাপতিত্বে ও স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সুহরাত করিম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তানিশা মাহজাবিন নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান।
সকাল ৯টার দিকে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রতিযোগিতায় নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, গার্লস গাইড স্কাউটের মনোমুগ্ধকর ডিসপ্লে, নৃত্য পরিবেশ, পিলো পাসিং, যেমন
খুশি তেমন সাজসহ মোট ৩৩টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। ২৪ ঘন্টা প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করবে। কখনো বাজে কাজে সময় অপচয় করবে না আর স্কুল জীবনের সময় হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জীবনের গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগানোর মাধ্যমে নিজ জেলার সেবা করার আহবান জানান। আর কেউ যদি তাৎক্ষণিক প্রলোভনে নিজেকে ভাসিয়ে দেয় তাহলে আজীবন কষ্ট করতে হবে। চলার পথে ছেলে মেয়ের কোন পার্থক্য নেই, নারীর জীবন হচ্ছে উচ্চতর জীবন। নারী মা হতে পারে আর সবার প্রথম পছন্দ মা। ধর্ম তথা সমাজের সর্বক্ষেত্রে নারীদের মর্যাদা দেওয়া হয়েছে, তাছাড়া নারীরা বর্তমানে সবক্ষেত্রে সক্ষম।
ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।