৩১ মার্চ, ২০২৩
ছবি: কেন্দ্রীয় মাঠে ইফতার
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সিএসই বিভাগের বর্তমান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এসময় বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম সাহেব সহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী সহ সিএসই বিভাগের শিক্ষক ও সকল সেমিষ্টারের শিক্ষার্থীরা।
ইফতার আয়োজনের বক্তব্যে সিএসই বিভাগের সিনিয়র লেকচারার মোঃ আতিকুর রহমান বলেন, ‘আজকের আয়োজনটা অসাধারণ ছিলো। একসাথে শিক্ষার্থীদের সাথে ইফতার করে খুবই ভালো লাগছে। এভাবে একসাথে ইফতারি করার রীতি অব্যহত থাকুক।’