০১ অগাস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আগামী ৫ আগস্ট ২০২৫ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রতিটি থানায় জমায়েত ও গণমিছিল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ইসলামি আন্দোলন বাংলাদেশ জরুরি বৈঠকের আয়োজন করে। জরুরি বৈঠকে কেন্দ্র ঘোষিত প্রত্যেক উপজেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন আর কিভাবে বাস্তবায়ন করা যায় আজকের প্রস্তুতি ঐবৈঠকে প্রধান বিষয় ছিল।
জরুরি বৈঠক বিকাল ৪.৩০ মিঃ উপজেলা কার্যালয়ে শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে। উক্ত জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন সাইফুর রহমান বাদল সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ হরিণাকুণ্ডু উপজেলা শাখা। সেক্রেটারি নাসির উদ্দীনের সঞ্চালনাই উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল মত প্রকাশ করেন। জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে গণজমায়েত ও মিছিল বাস্তবায়ন বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম সহ-সভাপতি আইএবি, মাও আকরাম হোসেন, মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক, নাইম মাহমুদ জেলা সভাপতি ছাত্র আন্দোলন, সাইদুর রহমান সভাপতি পৌরসভা শাখা এছাড়াও রফিকুল, মনিরদ্দ, মাহবুব, মুজাহিদ, মাহফুজ, রমেন, রাতুল প্রমুখ। উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান সমাপনী বক্তব্যে বলেন জুলাই বিপ্লব বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী ৫ আগষ্ট বিকাল ৫ টার সময় সবাই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য জোর তাগিদ দেন এবং সকল দায়িত্বশীল মাঠে ময়দানে কাজ করার জন্য নির্দেশ দেন আর কেন্দ্র ঘোষিত কর্মসূচির দাওয়াত সবার নিকট পৌছানোর জন্য অনুরোধ করেন।