১৪ মার্চ, ২০২৩
ছবি: ক্লাস নিচ্ছেন ওসি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বাল্যবিবাহ, আত্মহত্যা, ইভটিজিং, মোবাইল প্রতারণা ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক ক্লাস নেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সরকারি বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শত শত শিক্ষার্থীদের উপস্থিতিতে সচেতনামুলক বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক , প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক সহ হরিণাকুন্ডু থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, বাল্যবিবাহ মেয়েদের বড় হওয়ার পথে সব থেকে বড় বাঁধা। অপ্রাপ্ত বয়সে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাদের। তাই সবাইকে বোঝাতে হবে।কোনো শিক্ষার্থী রাস্তাঘাটে চলার পথে কোনো বখাটে ছেলে কর্তৃক ইভটিজিংয়ের শিকার হলে এবং কোথাও
খবর পেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করার জন্য শিক্ষার্থীদের জানান এই পুলিশ কর্মকর্তা ।