০৯ অক্টোবর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

হরিণাকুণ্ডুতে শিক্ষক সমাবেশ ও ‎আদর্শ শিক্ষক ফেডারেশন নতুন কমিটি গঠন

২৭ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: সভাপতি, সেক্রেটারি

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হরিণাকুণ্ডুস্থ জেলা পরিষদ  অডিটোরিমামে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয।  

হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমীর মাসটার বাবুল হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহা: আবু বকর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাও. তাজুল ইসলাম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক আলফাজ উদ্দীন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন। সাবেক প্রধান শিক্ষকদের মধ্যে মোসলেম উদ্দিন, মওলা বখস, ওসমান গনী প্রমুখ।

এছাড়া কলেজের সহকারী অধ্যাপক হাসান হাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন ও দখলপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোমেনা খাতুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের  উপজেলা সেক্রেটারি মাস্টার ইদ্রিস আলী।  

সমাবেশে হরিণাকুণ্ডু উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

অধ্যক্ষ মাও. আসাদুজ্জামানকে সভাপতি এবং সহকারী অধ্যাপক মাহবুব মুরশেদ শাহীনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

শিক্ষক সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর বলেন, আমরা দীর্ঘদিন অনেক কষ্ট করেছি, বাড়িছাড়া হয়েছি, জেল, জুলুমের শিকার হয়েছি, এখন সময় এসেছে,  সকলকেই আদর্শবান হয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good