১৪ অগাস্ট, ২০২৫
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছোবাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। সে সময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছোবাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়।
তখন বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছলে কয়েকজন কৃষকের সামনে পড়ে।
কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮ থেকে ১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুঁড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।
শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান বলেন, ‘লোকমুখে ঘটনাটি শুনেছি।
বনবিভাগের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।