০২ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

কোনো চাঁদাবাজ ও মিথ্যাবাদীর জায়গা বিএনপিতে হবেনা সাঈদ সোহরাব

২৮ Jun, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): বক্তব্য রাখছেন সাইদুর রহমান (সাঈদ-সোহরাব)।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস সাইদুর রহমান (সাঈদ-সোহরাব) বলেছেন,‘ কোনো চাঁদাবাজ ও মিথ্যাবাদীর জায়গা বিএনপিতে হবে না’। তিনি শনিবার (২৮ জুন) মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপি আয়োজিত শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে ও দুলাল মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সদস্য সচীব সাদেক আহমদ খান, কৃষকদলের উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, লতিফপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান, পৌর বিএনপি নেতা শামীম, হামিদুর রহমান লাঠু , হাসান উদ্দিন লিটন প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, ‘যারা বিএনপি করেন তারা কোনো খারাপ কাজে জড়িত হতে পারবেন না, বিএনপি’র দূর্ণাম হয় এমন কোনো কাজে বিএনপির কেউ জড়িত হতে পারবে না এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ’। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে নেতা-কর্মীদের দলের জন্য কাজ করার আহবান জানান।

Related Article