০৫ সেপ্টেম্বর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মানবাধিকার বিষয়ে অবদানের জন্য আশরাফুর রহমান চৌধুরীর পদক লাভ

০৪ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: মানবাধিকার বিষয়ে অবদানের জন্য আশরাফুর রহমান চৌধুরীর পদক লাভ

মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য আশরাফুর রহমান চৌধুরীর পদক লাভ।

ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাদার তেরেসার ১১৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এটি আয়োজিত হয় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে যেখানে দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা ২৫ জন পুরস্কৃত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক পুষ্পেন রায় ও এডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম 

এছাড়া, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ। মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরীর হাতে মাদার তেরেসা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচার পতি সিকদার মকবুল হক।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

পুরস্কার বিতরণী:

অনুষ্ঠানে, দেশের তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় ২৫ জন সম্মানিত ব্যক্তি তাদের স্ব-স্ব ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন।

এই পুরস্কারগুলো তাদের দক্ষতা, নিষ্ঠা, এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা এই পুরস্কার পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত হয়েছেন, এবং তাদের কাজ ভবিষ্যতে আরও উন্নতির দিকে পরিচালিত করেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good