০৯ অক্টোবর ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে- ডিআজি মোহাম্মদ আশফাকুল আলম

০৮ অক্টোবর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলে মির্জাপুরে মহেড়াস্থ পিটিসিতে ২২তম বিভাগীয় ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে বক্তব্য রাখছেন ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম

মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের ডিআইজি ও টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম।
তিনি বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে আটটায় বিভাগীয় ক্যাডেট ২২তম ব্যাচের (এসআই)  কর্মরতদের বাধ্যতামূলক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পিটিসির ট্রেনিং পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোহাম্মদ আশফাকুল আলম বলেন,‘বিশ্বয়ানের প্রভাব ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধের ধরন পরিবর্তন হওয়ায় পুলিশকে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। তাই যেকোনো অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী সনাক্তকরণ, অপরাধ নিয়ন্ত্রনের মাধ্যমে নিজেকে সফল তদন্তকারি কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করতে হবে।’ প্রধান অতিথি প্রশিক্ষনে অংশ নেওয়া ৩জন সেরা ক্যাডেটকে পুরস্কার তুলে দেন। ২২তম ব্যাচে ২৭৬জন বিভাগীয় ক্যাডেট কৃচকাওয়াজে অংশ নেন। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মনেনজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good