২৬ Jul, ২০২৫
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): এসএসসিতে জিপিএ–৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে এসএসসি ২০২৫-এ জিপিএ–৫ প্রাপ্ত ১৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মির্জাপুর উপজেলা শাখা।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি হাফেজ আবুল কাসেম মৃধা, মির্জাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ১৭০ জন কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়।