২৩ জানুয়ারী, ২০২৫
ছবি: প্রধান বক্তা, হযরত মাওলানা মনিরুল হক চৌধুরী মুরাদ
ঈমানের পূর্ব শর্ত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের প্রেম"গাউছুল আজম শেখ সাইয়্যেদ সুলতান মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী বাগদাদী (রাঃ)তথা সমস্ত আউলিয়াদের স্বরনে।
পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ৬৩ তম ওরুছে বোগদাদীর মাহফিল বুধবার ২২ জানুয়ারি রাতে হুরুয়া গাউছিয়া দরবার শরীফে মাঠ প্রা অনুষ্ঠিত হয়েছে।হুরুয়া গাউছিয়া দরবার শরীফের গদ্দিনীশিন পীর হযরাতুল আল্লামা রুহুল আমীন দরবেশ, সুন্নী আল কাদরীর সভাপতিত্বে।
প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন,হযরত মাওলানা মুফতি এনামুল হক কুতুবী সাহেব। সুন্নী আল কাদেরী। প্রিন্সিপাল ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা।প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন,সু মধুর কন্ঠের অধিকারী, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী,পীর মুফতি মনিরুল হক চৌধুরী মুরাদ, হবিগঞ্জ সিলেট,বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেন,সূ মিষ্ট্য ভাশি কোকিল কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামাত বলিষ্ঠ কণ্ঠস্বর পীরজাদা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী।বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, মোনাজেরে মিল্লাত বহু কিতাবের লেখক মুফতিয়ে আজম হযরাতুল আল্লামা মোহাম্মদ নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদেরী রেজভিয়া দরবার শরীফ।
হযরত মাওলানা মুফতি মুসা সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া সহ আরো অনেক বহু ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ,সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী,লাউর ফতেহপুর গ্রামের কৃতি সন্তান মোঃ নজরুল ইসলাম নজু।উক্ত ওরস শরীফে দেশের প্রখ্যাত পীর মাশায়েক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন।আরজ গুজারে ও ভক্তবৃন্ধের সাথে ছিলেন,পীরজাদা আবু ইসাক সুন্নী আল কাদেরী হুরুয়া গাউছিয়া দরবার শরীফ।
Good news
Good