৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

পশ্চিমাদের অনুসরণ না করে আল্লাহ ও রাসুলের বিধানকে অনুসরণ করুন

২৯ সেপ্টেম্বর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: ছবি:


-হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ কর - সুরা বাকারা- ২০৮
উক্ত আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ কর কিন্তু আমরা এর বিপরীত  করছি শুধু মাত্র ইসলামের লেবেল লাগিয়েই আমাদের কাজ শেষ। ইসলামের বিধান আর নবী সঃ এর style বাদ দিয়ে পশ্চিমাদের  style  অনুসরণ করছি। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবক্ষেত্রেই তাদের নিজস্ব মনগড়া law আমরা set up দিয়ে জীবন পরিচালনা করছি আর এমনিভাবেই দিন দিন জান্নাত থেকে দুরে সরে যাচ্ছি এবং জাহান্নামের নিকটবর্তী হচ্ছি। পশ্চিমাদের আইনটা আমরা আল্লাহর বিধানের চেয়েও বেশি মূল্যায়ন করি আর মনে করি এভাবে জীবন পরিচালনা করলেই আমরা সফল হবো। কিন্তু এই সফলতা ক্ষনস্থায়ী এটা permanent হবেনা। আমাদের authentic ইসলাম follow করতে হবে। 
আপনি  যখন  pure ইসলাম follow করবেন তখনই পরিবার থেকে শুরু করে সবজায়গায় বাধাপ্রাপ্ত হবেন। তখন আপনাকে অনেকে threat  দেবে hate করবে। আপনি যখন সুন্দর করে ইসলামকে present করবেন তখন ইহুদিদের এজেন্ডা হিসাবে যারা আপনার আশেপাশে আছে তারা আপনাকে বিভিন্নভাবে offer করবে আপনাকে control করার জন্য। আমাদের ইমান যদি weak হয় তবে তাদের  offer  আমাদের নিকট ভালো লাগবে আমার, আর ইমান ধ্বংস করে ইহুদি আর খ্রিস্টানদের এজেন্ডায় আমি member হবো। কুরআন ও হাদিস অনুযায়ী যদি ইসলামের দাওয়াতি কাজ করি এবং মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে তার life style টা যদি পরিবর্তন করে দিই তখনই  problem দেখা দেবে। আপনার নামের উপর বিভিন্ন তকমা লাগিয়ে দেবে আপনাকে বিভিন্নভাবে হেনস্তা করবে এক শ্রেণির মানুষ এমনকি আপনার পরিবারের সদস্যরাও এড়িয়ে চলার চেষ্টা করবে  যদি তারা আপনার follower না হয়।
আল্লাহ স্পষ্ট বলেছেন fully ইসলামের মধ্যে প্রবেশ কর। আর সেই ইসলাম follow করো যেমন ভাবে নবী সঃ  ও সাহাবী রাঃ গন করে গিয়েছে। কুরআন অনুযায়ী হালাল হারাম different করেন আর সেটা আপনার family member দের মধ্যে এবং  আপনার আশেপাশে অন্যান্যদের call করুন। আপনি যখন সুন্দর করে ইসলামকে present করবেন এমনকি lecture খুব আকর্ষণীয়ভাবে দিচ্ছেন আর যুবকদের motivated  করছেন তখনই পশ্চিমারা আলাদাভাবে monitor করবে। ইসরায়েলের শক্তিমান এজেন্ডা আপনার উপর জেঁকে বসবে। আর আলাদা software এ save করবে আপনার নাম । তাতে সমস্যা নাই আপনার মৃত্যু নির্দিষ্ট time  এ হবে এর আগেও হবেনা পরেও হবেনা। কিন্তু আপনি যদি  আপনার জায়গা থেকে সরে যান কোন সমস্যা নেই কিন্তু ইসলামের বিজয় হয়ে so আপনি delete হয়ে গেলেন আর আপনি ধ্বংস হলে গেলেন দুনিয়া এবং আখেরাতে। আমরা এমন সময় পার করছি,, রাসুল সঃ এর হাদিসে বর্নিত আছে - এমন একটা সময় আসবে একসময় *মুসলমানেরা মার খাবে কিন্তু মুসলমানদের মধ্যে কোন প্রতিকারের ব্যবস্থা থাকবেনা  * তারা  দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে   *এক চোখে দেখবে অর্থাৎ কোন মুসলিম ভাইয়ের প্রতি নজর দেবেনা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এমনকি ইহুদি খ্রিস্টানের পক্ষ নিয়ে আপনার বিরুদ্ধে চলে যাবে দুনিয়ার স্বার্থে।  *শেষ জামানায় বেশি বেশি হত্যাকান্ড সংঘটিত হবে * সত্যকে মিথ্যা আর মিথ্যাকে 
সত্যে পরিনত হবে।  *  বিশ্বের সবজায়গায় মুসলমানদের bleeding হবে।  *আর pure মুসলিম সনাক্ত করা কষ্ট হয়ে যাবে। * সকল ইবাদত তারা করবে কিন্তু আল্লাহর ভয় তাদের ভিতর থাকবেনা। আর এই মূহুর্তে শয়তানকে অনুসরণ না করে আল্লাহ এবং  রাসুলের follow করবে সেই favourite মুসলিম আল্লাহর নিকট। আর এই ফেতনা থেকে রক্ষা পেতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে কারন এই ফেতনার আলামত সম্পর্কে হাদিসে বর্নিত আছে। আর এই কারণে study করে জানতে হবে এবং মানুষকে জানাতে হবে রাসুল সঃ এর ভবিষ্যৎ বানী আর আলামত গুলো বেশি বেশি বুঝিয়ে দিতে হবে। সবাইকে বিভিন্ন ফেতনা থেকে আমাদের Safety রাখুক এই দোয়ায় সব সময় আমাদের কাম্য। 
লেখক -কলামিস্ট ও সাংবাদিক

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news