২০ Jul, ২০২৫
ছবি: চুরির দায়ে আটোক রিপা।
পুঠিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কুরবান আলীর মেয়ে রিপা এবং তার তথাকথিত স্বামী বিল্লাল চুরির অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটোক হয়েছে।
১৯শে জুলাই ২০২৫ রোজ শনিবার আনুমানিক বিকেল তিন ঘটিকার সময় পুঠিয়া থানার পুলিশ এদের গ্রেপ্তার করেন। পুঠিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বসবাসকারী স্থানীয় এলাকাবাসী ও ত্রীমহনী বাজারের ব্যাবসায়ীদের বরাতে জানা যায়, রিপা নামের এই নারী রাত্রি দুইটা-তিনটা পর্যন্ত পুঠিয়া ত্রীমহনি মোরে ঘোরাফেরা করে এবং ইয়াবা, টাপেন্টা ব্যবসা করে। এছাড়াও রিপা নামের এই নারী নিজেও মাদক সেবন করে। মাদক ব্যবসায়ী রিপা এবং তার স্বামীর বিরুদ্ধে বিগত দিনে বেশ কয়েকটি মামলা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই চরিত্রহীন রিপা সাবেক মেয়র আল মামুনের ঘনিষ্ঠজন হওয়ায়, মেয়রের প্রভাব দেখিয়ে বিভিন্ন এনজিও থেকে লক্ষাধীক টাকার ঋণ নিয়ে, সে ঋণ পরিশোধ করতে, বিভিন্ন তালবাহানা করতো। এমনকি সাপ্তাহিক কিস্তি আদায়কারী, কিস্তি আদায় করতে গেলে তাকে কৌশলে রিপা তার ঘরে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কের মাধ্যমে কিস্তির টাকা পরিশোধ করে নিতে কুপ্রস্তাব দিতো।
আরও জানা যায়, এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে রিপা তাদের সাথে যৌন সম্পর্ক করতো ও গোপন ভিডিও ধারণ করে তাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এবং বিশেষ রাজনৈতিক নেতার নিকট এসব অপকর্মের দ্বারা অর্জিত টাকার ভাগ নিয়মিত যেতো বলে অনুমান করে, এলাকাবাসী এই রিপার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতো।
বিগত কয়েক মাস যাবৎ রিপা তার এই অবৈধ ব্যাবসা বৃদ্ধির লক্ষ্যে পুঠিয়া ত্রীমহনী বাজার সংলগ্ন আশেপাশের বিভিন্ন পরিত্যক্ত স্থাপনা এবং ঝোপঝাড়ে রমরমা যৌন ও মাদক ব্যাবসার জগৎ সৃষ্টি করে রেখেছিলো। রিপার এই অপকর্মের অন্যতম সহযোগী ছিলো তার তথাকথিত স্বামী বিল্লাল।
পুঠিয়া থানা সুত্রে জানা যায়, গতকাল ১৯শে জুলাই ২০২৫ রোজ শনিবার তাদেরকে চুরির দায়ে গ্রেফতার করে আজ ২০শে জুলাই ২০২৫ রোজ রবিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন পুঠিয়া থানা পুলিশ।