০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / বিশেষ সংবাদ

বগুড়ায় শাজাহানপুর সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

১৫ Jun, ২০২৩

গোলাম আজম,
বগুড়া জেলা (বগুড়া ) প্রতিনিধি

ছবি: উল্টে যাওয়া প্রাইভেট কার।

বগুড়ার শাজাহানপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাটোরে-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আশেকপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় প্রাইভেট কারের চালক বগুড়া সদরের কালিতলা এলাকার মৃত আতিকুর রহমানের ছেলে আহনাফ'কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।

নিহতরা হলেন আশেকপুর পশ্চিম পাড়ার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও তার মেয়ে আয়েশা (৫)। 

এসব তথ্য নিশ্চিত করে কুন্দার হাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান, বিকেলে প্রাইভেট কারের চালক আহনাফ রাজশাহী থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। ওই সময় মা ও তার মেয়ে রাস্তা পারাপার হওয়ার সময় প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন। 

পরে আহনাফ'কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 

তিনি আরও জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর প্রাইভেট কারটি পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

Related Article