০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / আইন-আদালত / বিশেষ সংবাদ / অপরাধ

বগুড়ায় হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড ও দুইজনের যাবজ্জীবন

০৭ মার্চ, ২০২৩

জোবায়ের আহমেদ,
শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: সাজাপ্রাপ্ত আসামীরা

বগুড়া শেরপুরে ব্যবসায়ীকে হত্যার অপরাধে  একজনের মৃত্যুদন্ড সাথে ১০ হাজার টাকা এবং অন্য দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড সাথে ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন আদালত।
৭ মার্চ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এইরায় ঘোষণা করেন।

আসামীরা হলো, উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামের গোলাম হোসেনের ছেলে মৃত্যুদন্ড প্রাপ্ত তছলিম উদ্দিন তছু। যাবজ্জীবন প্রাপ্তরা হলো, চন্ডেশ্বর গ্রামের আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন ও ছোট টুনিপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল আলিম।


রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি। তিনি বলেন, ২০১৭ সালের ১২ জুন উপজেলার কুসুম্বি ইউনিয়নের আলতাদিঘী বোডের হাট এলাকায় মেসার্স আঁখি ও রাফি ট্রেডার্সের মালিক কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমানকে স্ট্যাম্প ও চাকু দিয়ে মারাত্মকভাবে আঘাতকরে আসামীরা। পরে আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে আনিছরের মৃত্যু হয়।
 

এই ঘটনায় আনিছুরের মা বাদি হয়ে শেরপুর থানায় মামলা করেন। এর পরদিন ১৩ জুন আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন শেরপুর থানা পুলিশ।

রায়ের ব্যাপারে মৃত আনিছুরের মা বলেন, সন্তান হত্যার বিচার পেয়েছি। মহামান্য আদালত যেন এই রায় বহাল রেখে দ্রুত খুনীদের ফাঁসি কর্যকর করে। এতেই আমি সন্তুষ্ট।

Related Article