২৩ Jun, ২০২৫
ছবি: বিদেশ সফর শেষে দেশে ফিরলো এনামুল হক শাহীন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক শাহীন সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন। এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাজাহানপুর শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (২৩ জুন) বিকাল ৬টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। ফুলেল শুভেচ্ছা জানান শাজাহানপুর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাস, সিনিয়র সহসভাপতি রতন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অশোক রায়, সদস্য পলাশ দাশ, মাঝিড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক দুলু শাহা ও সাংগঠনিক সম্পাদক কালা চান তলকদার, শ্রী গকুল চন্দ্র প্রামানিক এবং সদস্য বিজয় শাহ।
এ সময় বলরাম দাস বলেন, “এনামুল হক শাহীন একজন মানবিক রাজনৈতিক নেতা। তিনি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর সুস্থতা ও সফলতা কামনা করছি।”
অনুষ্ঠানটি ছিল সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।
Good news
Good