০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ইউনিয়নে অনুমোদন নিয়ে পৌর সভায় সার বিক্রি করায় প্রকৃত ডিলার ক্ষতিগ্রস্ত

৩০ Jun, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ইউনিয়নে অনুমোদন নিয়ে পৌর সভায় সার বিক্রি করায় প্রকৃত ডিলার ক্ষতিগ্রস্ত

ছাতকে ইউনিয়নে অনুমোদন নিয়ে পৌর সভায় সার বিক্রি করায় প্রকৃত  ডিলার ক্ষতিগ্রস্ত।

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) অনুমোদিত সার ডিলার প্রয়াত মৃদুল কান্তি দাসের স্ত্রীর নামে নিবন্ধিত থাকলেও তিনি নীতিমালা অমান্য করে পৌর শহরের মধ্যে বাজারে  আখড়া মার্কেটে মেসার্স কৃষি বিপনি নামে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন।

এতে বানিজ্যিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পৌর সভার নিবন্ধিত সার ডিলার মেসার্স মনোহর আলী নামের প্রতিষ্টানের সত্তাধীকারি মোছাঃ কনুমা বেগম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগে কনুমা বেগম বলেন পৌর সভা ও ইউনিয়নে নির্ধারিত এলাকায় সার বিক্রির নিয়ম থাকলেও সরকারি নীতিমালা অমান্য করে সার বিক্রি করায় বিসিআইসি থেকে আমার উত্তোলন কৃত সার বিক্রি না করতে পেরে ব্যবসায় লোকসান দিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

অন্য দিকে পৌর সভার কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তই পৌর শহর থেকে সার ডিলার সরিয়ে নেয়ার জন্য জুর দাবি জানাচ্ছি।

ছাতক - সিলেট রোডের জালালিয়া ফাজিল মাদ্রাসার পাশে পৌর সভার অনুমোদিত সার ডিলার মেসার্স মনোহর আলীর পরিচালক হাজি সিরাজুল ইসলাম জানান পৌর শহর থেকে যদি ইউনিয়নের সার ডিলাররা সরিয়ে না নেন তাহলে আমাদের বরাদ্দ কৃত সার বিক্রি না করতে পেরে নদীতে ফেলে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

দোকান বন্ধ করে ব্যবসা গুটিয়ে   প্রতিষ্টানের সবাই বেকার হয়ে পড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান জানান এটা দীর্ঘদিনের সমস্যা একটি লিখিত আবেদন পেয়েছি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good