০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা

১১ অগাস্ট, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের প্রস্তুতি মূলক সভা

 

সুনামগঞ্জের ছাতক পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে শহরের বাবলু সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও পৌরসভার প্রতিষ্টাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ, 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ,বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চাঁন মিয়া চৌধুরী, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি,আব্দুল কাহার,জামাল উদ্দিন, শিক্ষক গোবিন্দ মোহন সরকার,সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, 

পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কালি দাস,পৌর আওয়ামী লীগ নেতা সুহেল মাহমুদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, হিফজুর রহমান সমর,জাহাঙ্গীর আলম,তাজুল ইসলাম।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু, আওয়ামীলীগ নেতা সোহেল চৌধুরী, বাবুল চৌধুরী, সেবুল চৌধুরী,  আব্দুল্লাহ মিয়া,হাজি আব্দুল গফুর, নুর ইসলাম, কহিন চৌধুরী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধির মালাকার, পৌর যুব লীগ নেতা মোস্তাফিজুর রহমান লাভলু, জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মালিক, আল আমিন, পৌর কৃষক লীগের সদস্য রুপক গোস্বামী, নূর আলম প্রমূখ।

সভাপতির বক্তব্য আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশ। ঘাতকদের বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল মির্জাফরের দল।

এখন আওয়ামী লীগের নাম নিয়ে একদল লুটেরা বাহিনী নানা সুযোগ নিচ্ছে। এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে হবে। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে আলোচনা করে জাতীয় শোক দিবসের কর্মসূচী ব্যাপক আকারে পালনের ব্যবস্থা করা হবে। 
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good