২৬ Jul, ২০২৫
ছবি: ছাতকে জুলাই পূর্নজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন।
ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে এবং ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. একরাম উদ্দিনের পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন এবং ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন।
আরও বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, মো. সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সহ-সভাপতি ফজল উদ্দিন, অজিত কুমার দাস, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মফস্বল বিএমএসএফ শাখার সভাপতি মোশাহিদ আলী এবং শিক্ষার্থী রুকিয়া আক্তার সুমি।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে তাহমিদ আহমদসহ আরও একজনকে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল শিল্পী সুজিত বৈষ্ণব।
শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন এবং গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস।
এতে ছাত্র সমন্বয়ক জুবায়েদ আহমদসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good