১২ Jul, ২০২৫
ছবি: ছাতকে শিক্ষক দের ভালবাসায় সিক্ত কবি পুলিন রায়।
ছাতকে শিক্ষক দের ভালোবাসায় সিক্ত কবি পুলিন রায়।
সুনামগঞ্জের ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায় কে অবসর জনিত কারণে উপজেলার শিক্ষক দের মাধ্যমে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে তারই সম্পাদনায় প্রকাশিত ছাতকের মাধ্যমিক শিকার ইতিবৃত্ত নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার সকালে ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বিদায়ী অনুষ্ঠানে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কবি পুলিন রায়।
স্বাগত বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, ছাতক হাইস্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জাহাঙ্গীর আজাদ, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, পেপার মিল দাখিল মাদ্রাসা সুপার মাওলানা বদরুল আলম সহসুপার মাওলানা শাহীন আলম,কালারুকা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, এলঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,জনতা উচ্চ বিদয়ালয়ের সহকারী প্রধান শিক্ষক বাসিতুর রহমান, মঈন পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, শিক্ষক মাওলানা মঈনুল হক মামুন প্রমূখ।অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ছাতক হাইস্কুলের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল।
অনুষ্ঠানের প্রথম দিকে সংবর্ধিত অতিথিকে পদক প্রদান করা হয় এবং ফুল দিয়ে বরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির বলেন মানুষ বেচে থাকে তার কর্মে। আজ তিনি শিক্ষক দের ভালোবাসায় যেভাবে সিক্ত হলেন তা পুরো উপজেলাবাসী মনে রাখবে। তিনি দক্ষতার সহিত সরকারি চাকুরিতে দায়িত্ব পালন করায় আমরা তার বাকি জীবনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
সংবর্ধিত অতিথির বক্তব্যে কবি পুলিন রায় বলেন আমি শিক্ষা পরিবারের সন্তান আমার বাবা আমাকে সততার সহিত দায়িত্ব পালনের আদেশ দিতেন। আমি আমার সর্বোচ্চ মেধা ও জ্ঞান দিয়ে পুরো উপজেলার শিক্ষক দের আগলে রেখে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার সেবা দান কালে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।
Good news
Good