০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / শিক্ষা

ধুনটের সন্তান তিতুমীর কলেজস্থ বগুড়া জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান সাগর

২০ মার্চ, ২০২৪

মুঞ্জরুল হক,
ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: সাধারণ সম্পাদক, মাফিজুর রহমান সাগর। সভাপতি, বাদশা সাব্বির


ঢাকায় সরকারি তিতুমীর কলেজে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী বাদশা সাব্বির, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাফিজুর রহমান সাগর।

মঙ্গলবার (১৯ মার্চ) উপদেষ্টা মো. গোলাম সরোয়ার বাবু, মাসুদ রানা, ইসহাক আলী ও সাবেক সভাপতি তুহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক আল আমিন আহম্মেদ নতুন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহিতুন সরকার (মিম) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ইমন হাসান, সাজ্জাদ হোসাইন, নিলয় কুমার পাল, সাব্বির হোসেন আপন ও নাসিরুল্লাহ্ চৌধুরী (প্রমিস)। 
উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান তৈয়ব আলী সুমন, মোছা.সিরাজুম মনিরা (জয়), শামীম জান্নাত নিলয়,সবুজ রানা ও রকি কুমার। 
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার রহমান, মেহেদী হাসান, নূর আলম, জে সি জয়ন্ত, আশিকুল ইসলাম (ইশতিয়াক), শিবলু রহমান, মনির হোসেন (শাওন) ও রিহান হাসান। 
নবনির্বাচিত সভাপতি বাদশা সাব্বির বলেন, আমাকে ছাত্রকল্যাণ পরিষদ যে দায়িত্বভার তুলে দিয়েছে, তা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।

আমাদের সংগঠনের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের সেবা করে যাবো। এবং প্রাণের ক্যাম্পাস তিতুমীর কলেজে বগুরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবো।
 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাগর বলেন, আমরা আশাবাদী এই সংগঠনকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবো। সর্বদা খেয়াল রাখবো, যেন কখনো আর্থিক অসচ্ছলতার জন্য কোন মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা থমকে না যায়। প্রতিটি শিক্ষার্থীদের সাথে ভ্রাতৃত্বের অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়েই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই।
 

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049