০৩ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহাসিক তীর্থস্থান রামুর রামকুটে সভা অনুষ্ঠিত

২০ জানুয়ারী, ২০২৩

কাজল কান্তি দে,
কক্সবাজার জেলা (কক্সবাজার) প্রতিনিধি

ছবি: রামুর রামকুটের নতুন কমিটির

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহাসিক তীর্থস্থান রামুর রামকুটে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় শ্রীশ্রী রামকুট তীর্থধামে মহা রামনবমী মেলা উদযাপনে একটি কমিটি গঠন করা হয়।  ২০ জানুয়ারি অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন এডভোকেট দিলীপ কুমার ধর। ওই সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাষ্টি বাবুল শর্মা।
সভায় বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, রামকুট তীর্থধাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিজয় ধর, রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের  সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, রামকুট তীর্থধাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. উল্লাস ধর,
রামকুট তীর্থধাম মেলা উদযাপন পরিষদের  সাবেক সভাপতি অজিত ধর, সমাজ সেবক প্রদীপ শর্মা, রাজারকুল ইউনিয়নের তরুণ সমাজ সেবক রঘু পাল। এছাড়াও মাষ্টার রামপ্রসাদ ধর, রনজিত ধর, দোলন ধর, সুমন শর্মা, শয়ন ধর, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের ও সনাতনী সম্প্রদায়ের অনেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন। 
পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৩ সনের জন্য রামনবমী মেলা উদযাপন পরিষদ গঠন করা হয়। উক্ত মেলা পরিষদে নিপেন্দ্র ধর রবি-কে সভাপতি, সাংবাদিক সুজন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও দিলীপ দেওয়ানজীকে অর্থ সম্পাদক করে একটি মেলা উদযাপন পরিষদ গঠন করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good